সম্প্রতি বাংলাদেশের রাজনীতি ও বিভিন্ন ইস্যুতে লেখা ছাপিয়ে আলোচনায় আসা ভারতীয় সংবাদ পোর্টাল ‘নর্থইস্ট নিউজ’ ব্লক করা হয়েছে।
গত সেপ্টেম্বরে মোবাইল অপারেটর এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
নর্থইস্ট নিউজ শুধু ডিজিটাল প্লাটফর্মে উত্তরপূর্ব ভারতকেন্দ্রীক খবর প্রকাশ করে। সম্প্রতি ওয়েবসাইটটিতে চন্দন নন্দী নামের একজন ভারতীয় সাংবাদিকের বাংলাদেশের রাজনীতি ও ভিসানীতি নিয়ে বেশ কিছু লেখা প্রকাশিত হয়। যার ফলে সাইটটি বাংলাদেশেও পরিচিতি পেয়েছিল।
গতকাল সোমবার পর্যন্ত গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংকের গ্রাহকরা মোবাইল ডেটা ব্যবহার করে এই ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না। তবে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের একটি অংশ সেখানে প্রবেশ করতে পারছিলেন।