উত্তরা ষড়যন্ত্রের নায়ক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর – ফরিদ আহমেদ ইমন

উত্তরা ষড়যন্ত্রের নায়ক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অত্যন্ত সুচতুর ও সুবিধাবাদী লোক। সময় বুঝে চাল মারতে পারে। এবারও মেরেছে।এবার সে জামাতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। হয়ত কিছু দিনের মধ্যে উপদেষ্টা পদ পেয়েও যেতে পারে।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল তার শশুর বিএনপির সাবেক মন্ত্রী হারুনুর রশীদ শিল্প কারখানা দখলের। আর বিস্তর অভিযোগ।
যে লোক ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, ক্বাবা নিয়ে, মক্কাকে নিয়ে, মদিনাকে নিয়ে অপপ্রচার করতে পারে তার পত্রিকার তথ্য আপনি কতটা বিশ্বাস করেন? তার পত্রিকায় সে গুজব প্রচার করেছিল সাইদিকে নাকি চাঁদে গিয়েছে।
আমার দেশ পত্রিকার- ভারপ্রাপ্ত সম্পাদক- মক্কার গিলাপ, মক্কার ইমাম নিয়ে অপপ্রচার চালাইয়া বিতর্কিত হয়েছিল। তৎকালীন সময়ে নানাভাবে ইসলামকে বিতর্কিত করে নিজের এবং তার আদর্শিক অবস্থান জামাত-বিএনপি’কেও বিব্রত করেছিল। বাংলার মুসলমান’রা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিল। পরিপ্রেক্ষিতে এ পত্রিকা নিষিদ্ধ হয়েছিল। দখলদার অবৈধ সরকার সেটা চালুর অনুমতি দিয়েছে। অনুমতি পেয়েই তারা নিউজ করলো- শেখ হাসিনা দিল্লিকে বলেছিলেন ‘ঢাকা আ্যটাক’ করতে!
কত বড় ফাউল নিউজ। আমার মনে হয় মাহমুদুর রহমান পাকিস্তানী নিয়াজীর জারজ সন্তান। তা না হলে এধরনের করে কিভাবে ?
বিঃদ্রঃ এই মাহমুদুর রহমান ২০০১ থেকে ২০০৬ এর বিএনপি শাসনামলে ভারতকে গ্যাস দিতে চেয়েছিল।
এই নিউজ করার অর্থ হল যাতে থাকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়।
সে উপদেষ্টা হয়ত হয়ে যাবে।
কিন্তু যে দল তাকে মাহমুদুর বানিয়েছে সেই দল বিএনপিকে ভুলে সে এখন জামাতের চামচামী করছে।
আমি ধিক্কার জানাই চরিত্রহীন ও লম্পট মাহমুদুর রহমানকে।
ফরিদ আহমেদ ইমন
সম্পাদক:বার্তাধারা অনলাইন নিউজ

Related Posts