BREAKING

পৌর মেয়রের বিরুদ্ধে মামলা করতে ইসির নির্দেশ

বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী এবং তালতলী উপজেলা) আসনের নির্বাচনী এলাকার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে আমতলী উপজেলা নির্বাচন অফিসারকে এ মামলা করতে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট থানায় এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এজাহারের অনুলিপিসহ নির্বাচন কমিশনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করতে বলা হয়েছে।

Related Posts