BREAKING

বিকাশে ২০ হাজার পাঠান বিয়ের খবর বলবো : সাংবাদিককে নোবেল

বিকাশে ২০ হাজার পাঠান বিয়ের খবর বলবো : সাংবাদিককে নোবেল

সোমবার বিকেলে বিয়ের বিষয়ে জানতে ফোন দেওয়া হলে এই গায়ক সাংবাদিকদের বলেন, আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান তাহলে আপনাকে বিয়ের খবর জানাবো।

নোবেলকে ফোন দিতে তার কণ্ঠে নেশার আভাস পাওয়া যায়। পুরো নেশায় চুড় হয়েছিলেন। সাংবাদিক পরিচয় পেয়েই বললেন, আমি সাংবাদিক পছন্দ করি না। তারপরে বলেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে আবার হাইলাইট করেন। আমার ভালো খবর তুলে ধরেন, আমার আর আমার বৌয়ের ফটোশুট করেন।

বৌয়ের ফটোশুট প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়, কবে বিয়ে করেছেন? এ সময় নোবেল বলেন, আপনাকে কেন বলবো? বলবো সব বলবো আমাকে ২০ হাজার টাকা বিকাশে পাঠান। তাহলে সব ইনফরমেশন আপনাকে দেব।

Related Posts