কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বভাব কবি, চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেখুনতো তার চেহারাটা। ৮০-বছরের বৃদ্ধ এমন নিরীহ বয়োজ্যেষ্ঠ, গুণী মানুষের গায়ে কিভাবে হাত তুলে? কোন দিকে বাংলাদেশ যাচ্ছে? এই কবি গান করেন, কবিতা লিখেন বলে তাকে পিছন থেকে হামলা করে বেদম পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় কদু মিয়া (৪২) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম (৩৬) নামক দুইজন। প্রত্যক্ষদর্শীরা বলেছে, যদু-রফিকুল গান-বাজনার সংস্কৃতি পছন্দ করে না। রাধাপদ রায় বলছেন, তাকে পেটানোর সময় রফিকুল ইসলাম বলেছে যে, “হিন্দু কবিরে পিটাইলে কিছু হয় না।” রাধাপদ রায় বুঝতে পারছেন না তার অপরাধটা কী!
এইভাবে শিল্পী, কবি, গায়ক, বাধকদের উপর যদি হামলা হতে থাকে তাহলে এই দেশ থেকে কবি, গায়ক, লেখক একদিন উদাও হয়ে বিরান ভূমিতে পরিণত হবে। বাংলা মানুষের নামে ব্র্যান্ডেড গান আছে যেমন লালনগীতি, রবীন্দ্রসংগীত নজরুলগীতি, হাছন রাজার গান, অতুল প্রসাদের গান, শাহ আব্দুল করিমের গান। এছাড়া আছে পল্লীগীতি, ভাটিয়ালি, মারফতি, জারি গান, সারিসহ কত ধরণের গান। যদু-রফিকুলরা সেই সৃষ্টিশীলতার গায়ে আঘাত এনেছে। একটা বিচারহীন সমাজের লক্ষণ এখন সর্বত্র। অমানুষ তৈরির কারখানা হতে যাচ্ছে বাংলাদেশ। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।