BREAKING

শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের শাস্তি

শিশুকে যৌন নির্যাতনের অপরাধে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভুত ইমাম জনাব সাইদুর রহমান শামীম সাহেবকে ৮ বছর ৩ মাসের কারাদন্ড দিয়েছে ইংল্যান্ড এর আদালত।

একই সাথে সাউদাম্পটন ক্রাউন কোর্ট ওয়েস্টন-সুপার-মেরের ওয়াটারলু স্ট্রিটের ওই নির্যাতককে যৌন অপরাধীদের রেজিস্টারে অনির্দিষ্টকালের জন্য সই করার নির্দেশ দিয়েছেন আদালত।

তের বছ‌রের কম বয়সী দুই কন‌্যা শিশু‌কে যৌন নিপীড়নের দা‌য়ে জুরি বো‌র্ডের রা‌য়ে তাকে দোষী সাব্যস্ত কর‌া হয়।

কীভাবে ওই ইমাম বিশ্বাসের অপব্যবহার করে যৌন অপরাধ করেছেন তা শু‌নে আদালত হতভম্ভ হ‌য়ে যান।

এক ভুক্তভোগী শিশুর বাবা আদালতে পড়া একটি বিবৃতিতে ব‌লেন, ‘শামী‌মের নির্যাত‌ন শিশু‌টি‌কে খুব দুর্বল ও উদ্বিগ্ন করে তোলে। ‌শিশু‌টির শৈশব কা‌টে বিপর্যস্ত অবস্থায়। যেসবের যন্ত্রণাদায়ক প্রভাব শিশ‌ু‌টির জীব‌নে দীর্ঘ সময়ের জন্য থেকে গেছে।’

Related Posts