ছাত্রলীগ নেতা আরিফ হত্যায় অভিযুক্ত কাউন্সিলর হিরন মাহমুদ নিপু সহ সকল আসামীদের ফাঁসির দাবিতে সিলেটে ‘সাধারণ জনগণ’ ব্যানারে মানববন্ধন ও রাস্তা অবরুদ্ধ করা হয়েছে।
শনিবার সিলেটের বালুচর পয়েন্টে থেকে টিভিগেইট পর্যন্ত রাস্তা অবরুদ্ধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সহকারী পুলিশ কমিশনার ও ওসির আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। আসামিদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
এসময় মানববন্ধনে নিহতের মা আখি বেগম, মনোয়ারা বেগম, পারভীন বেগম, জাহানারা বেগম, ফুলেছা বেগম, দেলোয়ারা বেগমসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।