আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ ইমন এর নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ঢাকার উত্তরায় পোস্টার।
আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ ইমন এর নাগরিকত্ব বাতিলের দাবি করে প্রচারনা চালাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্ররা। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ফরিদ আহমদ ইমন। ফরিদ আহমদ ইমন বর্তমানে যুক্তরাজ্যের কোন এক শহরে অবস্থান করছেন। তিনি তার অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমালোচনা করছেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের একাংশের দাবি উনি বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালাচ্ছেন। সেনাবাহিনীকে নিয়ে অপতথ্য প্রচার করছেন।