BREAKING

রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

ঢাকার মোহাম্মদপুর এলাকায় হায়াত ও শিখড় পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর চৌরাস্তা এলাকায় হায়াত পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর ৫ মিনিট পরই সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের সড়কে শিখড় পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ময়মনসিংহ নগরীতে চলন্ত প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওমহল গরু খোয়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Posts