BREAKING

বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফবাসে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফবাসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর স্টেশনের সিনিয়র অফিসার রবিউল আল আমিন।
তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে ব্যাংকের সামনেই ওই স্টাফবাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তবে কে বা কারা এ অগ্নিসংযোগ করেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এতে কেউ হতাহত না হলেও বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
– All Bangladeshi News Desk

Related Posts