শান্তিতে নোবেল পেল ইরানের কারাবন্দি নারী নেত্রী নার্গিস

শান্তিতে নোবেল পেল ইরানের কারাবন্দি নারী নেত্রী নার্গিস।

নারী অধিকার নিয়ে কাজ করে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদি (৫১)। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে এবং সবার স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে প্রচারের জন্য তার লড়াইকে স্বীকৃতি দিয়েছে নোবেল কমিটি। নোবেল কমিটির তরফ থেকে বলা হয়, নার্গিস মোহাম্মদির সাহসী সংগ্রামে প্রচণ্ড ব্যক্তিগত ক্ষতি হয়েছে তার। সরকার তাকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার তাকে দোষী সাব্যস্ত করেছে এবং মোট ৩১ বছরের জেল এবং ১৫৪টি বেত্রাঘাতের শাস্তি দিয়েছে। নার্গিস মোহাম্মদি এখনও কারাগারে বন্দী। গত বছর ইরানে কুর্দিশ তরুণী মাআশা আমিনিকে ধর্মীয় পুলিশের নির্যাতনে নিহত হওয়ার প্রতিবাদে মুক্তিকামী নারী ও পুরুষ ফুঁসে ওঠে। গড়ে ওঠে তীব্র আন্দোলন। এ জনআন্দোলন ঠেকাতে অন্তত ৫ শত মানুষকে হত্যা ও কয়েক হাজার মানুষকে আহত করেছে ইরানের বর্তমান বর্বর সরকার। এ আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন নার্গিস মোহাম্মদি। নার্গিস মোহাম্মদির জন্ম ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জানজান শহরে। জয় হোক নারী শক্তির জয় হোক মানবতার।।

Related Posts